শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১২

ঘুরে এলাম বান্দরবন

পয়লা বৈশাখটা এবার বান্দরবনে কাটালাম। প্রথমদিন বিকালে যাই স্বর্ণ মন্দির। যাবার পথেই শিকার হই পানি আক্রমনের। এই তো সুরু লোমহর্ষক যাত্রা। মন্দিরের পাদদেশে আর এক পাল পুচকের পানি কামানের শিকার আমরা। নামার সময় তো রীতিমতো হুমকি!

রাতে বহুত অন্বেষণ করে বার করি পানীয়জল। মাঝরাতে হোটেলওয়ালাকে ফাঁকি দিয়ে ঘুরে আসি সাঙ্গু ব্রিজ। সকাল সকাল বেরিয়ে পড়ি মেঘলার উদ্দেশে। মেঘলার পর যাই নীলাচল। উঁচু পাহাড় বলে কোথাও যাচ্ছি এবার মনে হল(আগে ভাবছিলাম ভিসি হিলের উপরে মনে হয় বাস চলতাসে এমন)। নীলাচলের নেমেসিস ক্যাফে দেখে তো আমার চোখ ছানাবড়া, এত সুন্দর ভাবে জায়গাটা সাজাইসে যে সেখান থেকে উঠতেই মন চায় না । উন মারমা ভাই চরম পরিমানে অতিরিক্ত আন্তরিক।
তারপর চলে এলাম বান্দরবন শহরে। সেখানে এসে শুনলাম স্রাংগ্রাই বর্ষবরণের যাবতীয় প্রস্তুতির কথা। ভীষণ উত্তেজনায় বের হলাম শহর ঘুরতে। একপাক ঘুরতে না ঘুরতেই সবাই কাকভেজা হয়ে গেলাম। এখানকার সবচেয়ে মজার বিষয় হল ছেলেরা মেয়েদের ভেজাবে আর ছেলেরা মেয়েদের।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন