রবিবার, ১ এপ্রিল, ২০১২

জ্ঞানচর্চা পর্যায়

এ জীবন দর্শনে আমি জ্ঞান চর্চা করছি। পিডিএফ ফরম্যাট এ ই-বুক নামিয়েছি হুমায়ুন,রবীন্দ্রনাথ আর মাসুদ রানা প্রায় শ'খানিক করে। মাসুদ রানা পড়ছি এখন।সাথে চলছে উইকিপেডিয়া বিশ্লেষণ।

1 টি মন্তব্য:

  1. প্রথমে পড়ছি 'আগুন নিয়ে খেলা'। চীনা, জাপানি, কোরিয়ান সহ পূর্ব দিকের সভ্যতা সম্পরকে মোটামুটি অজ্ঞ ছিলাম। এ বইটা পরে অনেক কিছু জানলাম।বিভিন্ন গুরুত্বপূর্ণ তেল সম্পর্কিত বন্দরগুলোর বর্ণনা এককথায় অসাধারণ।উইকিপেডিয়ায় কাজী আনোয়ার হোসেনকে কপি পেস্ট লেখক বললেও আমার মনে হয়েছে বাংলা ভাষায় সাহিত্যকে এমন বৈশ্বিক প্রেক্ষাপটে উন্নিত করার সফলতাটা তাঁরই।অনেক অনেক নতুন জায়গা যেমন বৈকাল হ্রদ,রাস তানুরা,ইয়াংজি নদী,নিংবো বন্দর এসব সম্পর্কে প্রথমই জানলাম।অসাধারন।

    উত্তরমুছুন