রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৩

রেডক্লিফ এফেক্ট

ফেলানি হারিয়ে গেছে আজ অনেক দিন। তার হত্যাকারী পেয়ে গেছে খালাস। এর মাঝে কোন এক দিন লিখেছিলাম এই ছোট্ট কবিতা ... কাল ফোল্ডার ঘেঁটে পেয়ে গেলাম তা...

রাজপথের হাহাকার ট্রাকচাপা পড়েছে,
ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর হয়ে গেছে চ্যাপ্টা।
টনক নড়ে নদীর, ভেঙ্গে দেয় বাঁধ
করে ধর্মযুদ্ধের সমাপ্তি।
রেডক্লিফের মানচিত্র করেছে আলাদা
দহগ্রাম, আঙ্গরপোতা; হয়ে গেছে বর্গী।
গরুচোর ভাই আজ, ভেঙ্গে যায় সপ্ন
মরে নিস্পাপ বোন ফেলানি।
নিষ্ঠুর মাদক সেথা ফেলেছে কালথাবা
বিষাক্ত আজ যৌবন, অভিসপ্ত প্রথা।
থানা,পুলিশ,বিডিআর লিপ্ত সিন্ডিকেটে;
টগবগে যৌবন ফেঞ্চিডিলে।