মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১১

মহাকাব্য

জীবন একটা মহাকাব্য। এই জীবনের কাব্য কেউ রচনা করতে পারে,কেউবা হারিয়ে ফেলে অন্তমিলের সমীকরণ। এই সমীকরণের অন্তরজালে কখনোবা সত্ত্বা হয় যায় অচেনা । অচেনার এই জগতের মুখোশ খুলে ফেলার প্রয়াস কজন ইবা করতে পারে। মুখোশ খুলে ফেলার ছোট্ট এক প্রচেষ্টা এই উপলব্ধি,এই আয়জন,এই রচনা,এই আলোচনা ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন